চকবাজার মাইজভাণ্ডার মনজিলে গুরুত্বপূর্ণ বৈঠকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃবৃন্দ

 

চট্টগ্রাম শহরের চকবাজার কাপাসগোলা মাইজভাণ্ডার মনজিলস্থ আওলাদে রাসুল (দ.) হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারীর বাসভবনে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নবগঠিত ঐক্যবদ্ধ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে অনুষ্ঠিত হয়।

 

২৬ আগষ্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত মজলিসে শূরা (স্থায়ী পরিষদ) সদস্য আলে রাসুল (দ.) হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী, অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ্ মুহাম্মদ ফরিদ উদ্দীন, মাওলানা এম এ মতিন, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন জুবাইর, মাওলানা স উ ম আব্দুস সামাদ, আহলে সুন্নাত চেয়ারম্যান চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, মুফাস্সিরে আল্লামা গাজী শফিউল আলম নেজামী, নির্বাহী চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী, সাংগঠনিক সচিব মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী সাহেবসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আগামী দিনের কর্মপরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে নানান কৌশলগত আলোচনা হয়।