
কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ বার কাউন্সিলের দুই বারের নির্বাচিত সাবেক সদস্য, রুল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, কুমিল্লা জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. কাইমুল হক রিংকুর রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) চৌদ্দগ্রাম উপজিলা আইনজীবী কল্যাণ সমিতি, কুমিল্লার আয়োজনে আইনজীবী সমিতির ০৭ নং হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এড. সিরাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে, এড. শাহজাহান সিরাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বারের সভাপতি এড. মো: শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারের সাধারণ সম্পাদক এড. খন্দকার মিজানুর রহমান, সাবেক ও বর্তমান সহ-সভাপতি এড. আবুল কাশেম ও এড. মো: নুরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বারের সাবেক সভাপতি, সাবেক সম্পাদকসহ দল মত গোষ্ঠী নির্বিশেষে বিপুল সংখ্যক আইনজীবীগন।এসময় মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সিরে কোরআন হযরত মাওলানা নাছির উদ্দীন জেহাদী আল কাদেরী।