
মালদ্বীপে মাদক পাচারের অভিযোগে আটক ব্রিটানি অ্যাডোফো বোয়াফো নামে এক গর্ভবতী ডাচ নারীকে ৩০ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
পুলিশ জানায়, দেশে প্রবেশের সময় বোয়াফোর লাগেজ তল্লাশি করে পাঁচ কেজি মাদক উদ্ধার করা হয়। রিমান্ড শুনানির সময় আদালত তার গর্ভাবস্থার কথা জেনে তদন্তকারী কর্মকর্তাকে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেয়।
তার আইনজীবী আদালতকে জানান, লাগেজ পরিবর্তনের কারণে তিনি অজ্ঞাতসারে এ ঘটনায় জড়িয়ে পড়েছেন। এছাড়া পুলিশ তাকে নিয়ন্ত্রিত ডেলিভারিতে সহযোগিতার প্রস্তাব দিলেও প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ থাকার কারণে তিনি রাজি হননি। আইনজীবী আরও অনুরোধ করেন, তার গর্ভাবস্থার কারণে যেন তদন্ত দ্রুত সম্পন্ন করা হয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বোয়াফোর বিরুদ্ধে অভিযোগ আনার মতো যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
মালদ্বীপে মাদকের অপব্যবহার দীর্ঘদিন ধরে একটি গুরুতর সামাজিক সমস্যা। এর প্রেক্ষাপটে, রাষ্ট্রপতি সম্প্রতি মাদক চোরাচালান ও পাচারের মামলায় মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত করার জন্য আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন।
সূত্র স্থানীয় গণমাধ্যম।