পাপ ও অন্যায়কে প্রশ্রয় দিলে নেমে আসে দুর্ভাগ্য, সরে যায় সুখ-শান্তি

 

যে সমাজে মানুষ পাপ ও অন্যায়কে সহ্য করে কিংবা প্রশ্রয় দেয়, সেখানে শান্তি ও কল্যাণ টিকে থাকে না। অপরাধ ও অবিচারের প্রতি উদাসীনতা ধীরে ধীরে সমাজে অশান্তি, অস্থিরতা ও দুর্ভাগ্যের জন্ম দেয়।

 

যখন ব্যক্তি বা সমাজ সঠিক-ভুলের পার্থক্য উপেক্ষা করে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হয়, তখন সামাজিক অবক্ষয় ত্বরান্বিত হয়। এতে শুধু পরিবার নয়, পুরো জাতি সংকটের মুখে পড়ে।

 

ধর্মীয় শিক্ষাতেও বলা হয়েছে, পাপ ও অন্যায়কে প্রশ্রয় দিলে আল্লাহর রহমত ও বরকত কমে যায়। ইসলামের আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পাপ থেকে দূরে থাকা একটি সমাজের সুখ-শান্তির জন্য অপরিহার্য।

 

মূল বার্তা:পাপ ও অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ সমাজ গড়ার একমাত্র পথ।

লেখক, এএনবিটোয়েন্টিফোর ডট নেট প্রকাশক, মাহামুদুল হাসান।