ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ (সোমবার) – তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান সম্প্রতি সক্রিয়ভাবে পরিচালিত হয়েছে।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪ আগস্ট (রবিবার) তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ, সাভার ও জোবি-আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আশুলিয়ার বেক্সিমকোর গলি, চক্রবর্তী, সাভার ও আশুলিয়া এলাকায় আনুমানিক ৪০ ফুট অবৈধ বিতরণ লাইনের ৪০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই উচ্ছেদের ফলে মাসিক ৪৩,২০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে ৩/৪ ইঞ্চি তিনটি সোর্স কিলিং করা হয়েছে।
এদিন, জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে সোনারগাঁও আঞ্চলিক বিক্রয় বিভাগে অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকায় ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। অভিযানে ১টি অবৈধ চুনা কারখানা (ভাট্টি ৩টি) এবং আনুমানিক ৮ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের ৫,৫০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ২১০ ফুট এমএস লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়।
তিতাস গ্যাসের মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ আওতাধীন জিনজিরা শাখার দক্ষিন কেরানিগঞ্জ, বেগুনপট্টি ও দোলেশ্বর এলাকায় ০৫টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। জনাব হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নেতৃত্বে এই অভিযানে ২টি অবৈধ ওয়াশিং কারখানা এবং ১টি আবাসিক স্থানে অবৈধভাবে ৬টি ডাবল চুলার গ্যাস ব্যবহার বন্ধ করা হয়। এছাড়া ৪৩০ ফুট লাইন পাইপ, ৩০ ফুট জিআই পাইপ, ২টি বল ভালভ এবং ১টি আবাসিক রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়। এ অভিযান থেকে মাসিক ৮,৮৩,১৮৯/- টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ, জোবি-ফতুল্লা ও জোবি-নারায়ণগঞ্জ আওতাধীন ৮টি বাণিজ্যিক, শিল্প, ক্যাপটিভ ও সিএনজি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে। রায়ান সিএনজি স্টেশনসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনকালে অতিরিক্ত ভাল্ব অপসারণের জন্য গ্রাহককে মৌখিক নির্দেশনা প্রদান করা হয়। বাকি প্রতিষ্ঠানে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।
তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান নিয়মিতভাবে অবৈধ সংযোগ এবং গ্যাস চুরি রোধ করতে চলবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।