মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘উন্নত তারুণ্য, বৈষম্যহীন রাষ্ট্র ও উন্নত নৈতিক জাতি গঠন, দুর্নীতি ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, ইভটিজিং ও গুজব বন্ধ সহ নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কুমিল্লা জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন।
কুমিল্লার জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে নারী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শাহনাজ আক্তার, চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন।
সমাবেশে বক্তারা সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, সমাজ থেকে অপরাধ দমনে পুরুষের পাশাপাশি নারীদেরও যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তথ্য-প্রযুক্তির আধুনিক এ যুগে একটি আদর্শ সমাজ বিনির্মাণে নারীদের অবদার ও ভূমিকার কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। পুরুষের সাথে পাল্লা দিয়ে নারীরাও আজ পরিবার, সমাজ এবং আদর্শ রাষ্ট্র বিনির্মাণে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। অপরাধ প্রতিরোধে এবং আদর্শ রাষ্ট্র গঠনে নারীদের করণীয় সম্পর্কে সম্যক ধারণা রাখা চাই। উল্লেখিত অপরাধসমূহ প্রতিরোধে সর্বোচ্চ সচেতন থাকার পাশাপাশি নারীদের আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তবেই দেশ একটি তার নির্দিষ্ট গন্তব্যে এবং সুউচ্চ স্থানে পৌঁছুতে সক্ষম হবে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্টজন, সামাজিক স্টেক হোল্ডারগণ, বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ, নারী উদ্যোক্তাগণ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।