
মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসন এর উদ্যোগে আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
সোমবার ২৫ আগষ্ট সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, রামগড় থানার এসআই রাজু।
সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি-শৃংখলা বজায় রাখার দায়িত্ব সকলের কর্তব্য বলে অভিমত ব্যক্ত করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, রামগড় সরকারি কলেজের প্রতিনিধি, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা জামায়াতের ইসলামীরর সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল, ৪৩ বিজিবির প্রতিনিধি, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, উপজেলা দুূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহআলম, স্থানীয় সাংবাদিক করিম শাহ্।
এতে অরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।