মোঃ মেহেদী হাসান জনি
রিপোর্টার.বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে এবং বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (২৪ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে বাংলাদেশের ওপর এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। ফলে সোমবারের (২৫ আগস্ট) মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আজকের (রোববার) পূর্বাভাস রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ স্থানে বৃষ্টি।রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক স্থানে বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বর্ষণহতে পারে।
সোমবার পর্যন্ত (২৫ আগস্ট) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি।রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেকিছু কিছু স্থানে বৃষ্টি।মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার পর্যন্ত (২৬ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেঅনেক জায়গায় বৃষ্টি।ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেকিছু কিছু জায়গায় বৃষ্টি।
কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় কিছু অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।