মালদ্বীপ প্রতিনিধি ॥
মালদ্বীপের রাজধানী মালেতে এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে পুলিশে অভিযোগ আসে যে, এক বাংলাদেশিকে আটকে রেখে মারধর করা হচ্ছে এবং অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে অর্থ দাবি করছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, পুলিশ ভুক্তভোগীর মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান শনাক্ত করে এবং মালের এসআই গেস্টহাউস থেকে তাকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাংলাদেশি নাগরিক মুহাম্মদ আজিজুল (৩৭) ও সাদীগুল মিয়া (৩৭)। আদালত তাদের ১৫ দিনের হেফাজতে পাঠিয়েছে। পুলিশের তথ্যমতে, তারা বৈধ ভিসা ছাড়াই মালদ্বীপে অবস্থান করছিল।
আদালতে দেওয়া জবানবন্দিতে আজিজুল স্বীকার করেন যে তিনি ভুক্তভোগীকে আঘাত করেছেন। তার দাবি, দীর্ঘদিন কাজ করেও পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে। অপরদিকে, সাদীগুল দাবি করেন, তিনি কাউকে অপহরণ বা আক্রমণ করেননি, কেবল সেই কক্ষেই থাকতেন যেখানে ভুক্তভোগীকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি বড় সংকটে পরিণত হয়েছে। দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের একটি বড় অংশই বাংলাদেশি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।