

মোঃ মেহেদী হাসান জনি বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সুজন (২৮) নামের এক যুবক। দুই বছর আগে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন ফিরে পেলেও প্রতিবেশীর হামলার শিকার হয়ে শেষ পর্যন্ত মারা গেলেন তিনি।
নিহত সুজন গ্রামের আবুল হোসেনের ছেলে। দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি। প্রায় দুই বছর আগে মা খোকনা বেগম কিডনি দান করে ছেলেকে নতুন জীবন দেন।এলাকার মানুষের সহযোগিতায় চিকিৎসার খরচ চালানো হয়েছিল।কিন্তু গত ২৩ মে পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির জেরে রোকন ও জসীম উদ্দীনের হামলার শিকার হন সুজন হামলাকারীরা ধাক্কা দিয়ে ফেলে কিডনি প্রতিস্থাপনের স্থানে আঘাত করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খোকনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন ছেলের জীবন বাঁচাতে আমি কিডনি দিয়েছি, মানুষের কাছে হাত পেতে চিকিৎসার খরচ চালিয়েছি। তবুও শেষ পর্যন্ত আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। প্রতিবেশীর হামলায় আমার ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় গ্রাম্য চিকিৎসক মো. সোলাইমান জানান, তার দোকানের সামনে ঘটে যাওয়া ওই হামলায় সুজনকে ফেলে দেওয়া হয় এবং আঘাত করা হয় কিডনি প্রতিস্থাপনের স্থানে ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী টাকা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করেছিল। মায়ের কিডনি দিয়েও জীবন বাঁচানো গেল না।এলাকাবাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানিয়েছেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।