মোঃ মেহেদী হাসান জনি
রিপোর্টার.বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
হোমনায় পেট কেটে রফিকুল ইসলাম বেঙ্গাকে হত্যা, এক অভিযুক্ত আটককুমিল্লার হোমনায় জমি দখল-বেদখল সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় রফিকুল ইসলাম বেঙ্গা (৬৫) নামে এক ব্যক্তিকে পেট কেটে হত্যা করা হয়।
নিহত রফিকুল ইসলাম বেঙ্গা (৬৫), মৃত ছুনু মিয়ার ছেলে।প্রধান অভিযুক্ত অলেক মিয়া, মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই। ঘটনার পর স্থানীয়রা অলেক মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান আমজাদ হোসেন, আবুল হোসেন, আমির আলী, কমিক মিয়াসহ তিন পরিবারের ১০-১২ জন মিলে ১০ লাখ টাকা বাজেট করে আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও স্বামীকে বাঁচাতে পারলাম না। আজ সকালে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপর আবার আমাদের বাড়িতেও হামলা চালানো হয়
হোমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জায়গা-জমি দখল নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মূল অভিযুক্তকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।