মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
স্ম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামা'আত আয়োজিত জাতীয় কাউন্সিল ২০২৫–এ সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্য প্রদান করেছেন নব-নির্বাচিত মজলিশে সূরা সদস্য, আল্লামা সৈয়্যদ সাইফুদ্দিন আহমাদ আল-মাইজভান্ডারী। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ অধিবেশনে সারাদেশ থেকে আগত শীর্ষস্থানীয় আলেম-ওলামা, পীর-মাশায়েখ, সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে আল্লামা সৈয়্যদ সাইফুদ্দিন আহমাদ আল-মাইজভান্ডারী বলেন, “আহলে সুন্নাত ওয়াল জামা’আত-এর আদর্শই হচ্ছে মধ্যপন্থা, ঐক্য, ভ্রাতৃত্ব ও ইসলামের শান্তির বাণীকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে সুন্নি ঐক্য সুদৃঢ় করতে হবে এবং সমাজে ইসলামের প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যেতে হবে।”
তিনি আরও আহ্বান জানান— তরুণ প্রজন্মকে দ্বীনের সঠিক পথের দিকনির্দেশনা দিতে, ইসলামের প্রকৃত আদর্শকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে।
কাউন্সিল অধিবেশন শেষে নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।