মোঃ মেহেদী হাসান জনি, রিপোর্ট, বুড়িচং, কুমিল্লা
ঢাকা | ২৩ আগস্ট ২০২৫
জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক সংস্কার বা অর্থবহ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, “জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে, আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি। সেই সংলাপ টেকসই হবে না।”
শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
৩৫ বছর ক্ষমতার বাইরে, তবুও শক্তিশালী দল”শামীম হায়দার বলেন, “জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। আজ প্রায় ৩৫ বছর আমরা সরকারে নেই। অথচ বাংলাদেশে বড় যে দলগুলো রয়েছে—আওয়ামী লীগ, বিএনপি—তারা কেউই এত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল না। তবুও আমরা আজ একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছি।”
তিনি আরও বলেন, “আমাদের পোড় খাওয়া রাজনীতিবিদ আছে, প্রজ্ঞাবান রাজনীতিবিদ আছে, ভোটের রাজনীতিতে অভিজ্ঞ নেতাকর্মী আছে। তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে নতুন বাংলাদেশ গড়তে চাই।”
“জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশের শত্রু”বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শামীম হায়দার বলেন, “যারা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, সমাজের শত্রু এবং মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে আমরা কঠোর জবাব দেব।”
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাহ উদ্দীন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস,অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়া
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল প্রমুখ।
জাতীয় পার্টির অভ্যন্তরে বিভক্তি, নেতৃত্ব সংকট ও প্রতীক (লাঙ্গল) নিয়ে আইনি জটিলতার মধ্যে এই বক্তব্য গুরুত্ব বহন করে। সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে, আইনি দিক দিয়ে লাঙ্গল প্রতীক জিএম কাদেরের পক্ষেই থাকবে। এ ছাড়া দলীয় অভ্যন্তরে কয়েকজন নেতার বহিষ্কারের ঘটনাও আলোচনায় এসেছে।
জাতীয় পার্টি বর্তমানে রাজনৈতিকভাবে ক্ষমতার বাইরে থাকলেও বিভিন্ন সময় জোটগতভাবে সরকারে ছিল। তবে বর্তমানে দলটির মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ও নেতৃত্ব সংকট দলটিকে নানা চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।