মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ২০ আগস্ট ২০২৫: আগামী ২৩শে আগস্ট শনিবার অনুষ্ঠিতব্য কাউন্সিল সফল করার লক্ষ্যে ছারছিনা দরবার শরীফে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। অনুষ্ঠানে পীর সাহেব হুজুর কাউন্সিলের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং দাওয়াত গ্রহণ করেছেন।
সভায় উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব কেবলা, নবী বংশের ৩১তম নূরানী আওলাদ আলহাজ্ব আল্লামা শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী, ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, এছাড়াও উপস্থিত ছিলেন আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের, আল্লামা এম এ মতিন, স ম আব্দুস সামাদ, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, ড. আল্লামা কাফিলুদ্দীন সরকার ছালেহী, ড. আব্দুল ওয়াদুদ, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালি, আল্লামা অধ্যক্ষ আবুল ফারাহ ফরিদ উদ্দিন এবং এডভোকেট মোখতার আহমেদ সিদ্দিকী প্রমুখ।
সভায় পীর সাহেব হুজুর কাউন্সিলের গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন এবং সকল অংশগ্রহণকারীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংগঠনের বিভিন্ন শাখা ও স্থানীয় দরবার কর্তৃপক্ষ।
সংগঠনের নেতারা জানিয়েছেন, কাউন্সিলের মাধ্যমে ইসলামী ঐক্য ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড আরও সুসংহত হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।