মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ২০ আগস্ট ২০২৫ (বুধবার)
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও গ্যাস অপচয় রোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে একাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, পাইপলাইন জব্দ করা হয় এবং নগদ অর্থ জরিমানা আদায় করা হয়।
হোটেল থেকে শিল্প প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ নারায়ণগঞ্জের বাড়ৈভোগ, ফতুল্লা এবং শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
মেসার্স বিসমিল্লাহ হোটেল এ পূর্বে বিচ্ছিন্নকৃত আবাসিক লাইন থেকে ঘণ্টায় ৯২ ঘনফুট হারে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। পুনরায় সংযোগ বিচ্ছিন্ন করে লাইনটি কিলিং করা হয়। এ সময় ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
একই এলাকার মেসার্স মায়ের দোয়া হোটেল এ ঘণ্টায় ২৪৭ ঘনফুট হারে গ্যাস ব্যবহার ধরা পড়ায় লাইন বিচ্ছিন্ন করে কিলিং করা হয়। এখানেও নগদ ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া, মেসার্স এম আর ইয়ার্ণ ডাইং কারখানায় ১ টন ক্ষমতাসম্পন্ন বয়লারে (মাসিক ২১,২০৩.৬৪ ঘনমিটার) অবৈধভাবে গ্যাস ব্যবহার শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে কিল করা হয়। এসব অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ফলে মাসে প্রায় ৭.১০ লক্ষ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হয়েছে।
একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে মেঘনাঘাট অঞ্চলে অভিযান চালানো হয়। জামালদি ও গজারিয়া এলাকায় পরিচালিত অভিযানে—একটি মার্বেল ফ্যাক্টরি,তিনটি হোটেল ও রেস্টুরেন্ট,এবং একটি বেকারির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৬০ ফুট গ্যাস লাইন পাইপ জব্দ করা হয় এবং মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাসের ভিজিল্যান্স টিম ঢাকার সাভারের উইন্টার ড্রেস লিমিটেড কারখানা সরেজমিন পরিদর্শন করে। শিল্প সংযোগে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট জোনকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে, ধানমন্ডির ১২ গ্রিন স্কয়ার ভবনে অবৈধ সংযোগে ৩টি ডাবল ও ১টি সিঙ্গেল চুলায় গ্যাস ব্যবহার ধরা পড়ে। সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং লক উইং কর্কে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। দুটি রেগুলেটর জোন অফিসে জমা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈকত রায়হানের নেতৃত্বে জয়দেবপুরের টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আনুমানিক ৭০টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩০০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।
তিতাস গ্যাস জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত অভিযানে—২৯৭টি শিল্প,৩৬৪টি বাণিজ্যিক,এবং ৬৫ হাজার ৩২৯টি আবাসিক অবৈধ সংযোগসহ মোট ৬৫ হাজার ৯৯০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এ সময়ে ১,২৫,২২৬টি বার্নার জব্দ ও ২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
তিতাস গ্যাস প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ গ্যাস ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত পর্যবেক্ষণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতীয় সম্পদ সুরক্ষিত রাখা হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।