তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায়

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৯ আগস্ট ২০২৫: তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। অভিযানগুলোর মাধ্যমে সাধারণ ও বানিজ্যিক গ্রাহকদের মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে জরিমানা আদায় করা হয়েছে।

গত ১৮ আগস্ট (সোমবার) বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালিত হয়।
চন্দ্রা ও গাজীপুর এলাকায় জনাব সিমন সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০টি বহুতল ভবন ও ৫টি টিনসেড বাড়িতে মোট ২৬০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বসানো ২৫০ ফুট পাইপ, ৪০ ফুট থ্রেড প্লাস্টিক পাইপ এবং ৫টি অবৈধ রেগুলেটর অপসারণ করা হয়। এক গ্রাহককে ৳৫০,০০০/- জরিমানা করা হয়।

এদিনই গুলশান এলাকা এবং তুরাগ সংলগ্ন এলাকায় জনাব মনিজা খাতুনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৪টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী ৪ জনকে মোট ৩,২০,০০০/- টাকা জরিমানা করা হয়।

রূপগঞ্জ, নারায়ণগঞ্জে জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আল মদিনা হোটেল, সোনার বাংলা হোটেলসহ ১৯০টি বাড়িতে ২১০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২ জন বানিজ্যিক ব্যবহারকারীর নিকট থেকে মোট ২,২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখযোগ্যভাবে, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ ৮টি স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় গ্রাহকদের অতিরিক্ত এবং বিকল মিটার সংক্রান্ত সমস্যা শনাক্ত ও পরামর্শ প্রদান করা হয়।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর ২০২৪ থেকে চলতি আগস্ট পর্যন্ত দেশব্যাপী পরিচালিত অভিযানে ৬৫,৯৫১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ১,২৫,১৩৮টি বার্নার সরানো হয়েছে। পাশাপাশি ২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মোঃ আল আমিন জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে গ্যাসের অবৈধ ব্যবহার রোধ করা যায় এবং ন্যায্যভাবে গ্রাহক সেবা নিশ্চিত করা হয়।