মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা: সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে সাবেক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের গুম, অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, র্যাবে কর্মরত অবস্থায় জিয়াউল আহসান কীভাবে সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা চালাতেন।
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম উল্লেখ করেছেন, তরুণ অফিসারদের র্যাবে পাঠানো হতো, যেখানে তারা কিছুদিন কাজের পর “পেশাদার খুনি” হয়ে ফিরে আসতেন। তিনি সেনাপ্রধান হওয়ার পর এ ধরনের কর্মকর্তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং প্রধানমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী বিষয়টি সমর্থন করেছিলেন, কিন্তু বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ইকবাল করিম আরও উল্লেখ করেন, কর্নেল মুজিবকে বলা হয়েছিল জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণে রাখতে যাতে আর কোনো ‘ক্রসফায়ার’ না ঘটে। কিছুদিনের জন্য তা কার্যকর হলেও, পরে ক্রসফায়ারের ঘটনা পুনরায় শুরু হয়। জিয়াউল আহসান তার নিজ বাসায় অস্ত্র, গার্ড এবং সিসিটিভি বসিয়ে আনুচিত আচরণ চালিয়ে যেতেন। সেনাবাহিনী ও গোয়েন্দা কর্তৃপক্ষ তাকে বারবার নির্দেশ দিয়েও কোনো পরিবর্তন আনতে পারেননি।
জিয়াউল আহসানের চাকরিজীবন খুঁজে জানা যায়, তিনি ২৪তম লং কোর্সের কর্মকর্তা (পরিচিতি বিএ-৪০৬০)। ২০০৯ সালে র্যাব-২ তে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা পরিচালনা এবং ২০১৪ সালে নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনা তার নির্দেশনায় ঘটে। পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) দায়িত্ব পালন করেন।
গুম কমিশনের তথ্য অনুযায়ী, জিয়াউল আহসানের নেতৃত্বে র্যাবের টিম এক হাজার ৩০ জনকে গুম ও হত্যা করেছে। বিভিন্ন কেস স্টাডি থেকে দেখা যায়, তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ওপর ভয়ভীতি সৃষ্টি করতে এবং নজরদারি চালাতে বিশেষভাবে যুক্ত ছিলেন।
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তার পোস্টে উল্লেখ করেছেন, জিয়াউল আহসানের কর্মকাণ্ড সেনাবাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। একসময় সেনাপ্রধানের কার্যালয়ে এমন একটি বোমা আতঙ্কও দেখা দিয়েছিল, যা তার অব্যবস্থাপনার ভয়াবহতা নির্দেশ করে।
জিয়াউল আহসানকে বরখাস্ত করা হলেও, তার কর্মকাণ্ডের প্রভাব এবং এ সম্পর্কিত তথ্য এখনও আলোচনার বিষয় হয়ে আছে। সাবেক সেনাপ্রধানের বর্ণনা থেকে এ ধারণা পাওয়া যায় যে, তার নেতৃত্বে র্যাব এবং অন্যান্য সংস্থার কর্মকর্তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অপহরণের সঙ্গে যুক্ত ছিলেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।