মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালতে প্রথমে হাজির করা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।
এর আগে, গত ৬ আগস্ট তৃতীয় দিনের শুনানিতে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে রিনা মুর্মু ও একেএম মঈনুল হক তাদের জবানবন্দি দেন। এ নিয়ে এখন পর্যন্ত মামলাটিতে মোট পাঁচজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। প্রত্যেকেই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগে বলা হয়, জুলাই-আগস্ট আন্দোলনের সময় ব্যাপক দমন-পীড়ন, হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়, যার সরাসরি দায় এ তিনজন অভিযুক্তের ওপর বর্তায়।
এদিকে, একই দিনে রামপুরা, মোহাম্মদপুর ও আশুলিয়ায় দায়ের হওয়া আরও তিনটি মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। এতে মোট ১৫ জন অভিযুক্তকে পুলিশের কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে পর্যায়ক্রমে হাজির করা হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করে ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।