
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
জনগণ যদি নির্বাচনমুখী হয় তবে কোনো শক্তিই নির্বাচনে বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যে তারিখে বলেছেন, যে মাসে বলেছেন সে মাসেই নির্বাচন হবে। এখানে কে কী বললো, তা শোনার কোনো দরকার নেই।”
তিনি আরও বলেন, “জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার।”
এ সময় তিনি দেশের জনগণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। তার ভাষ্য, সমাজকে কলঙ্কিত করছে মাদক, তাই এ বিষয়ে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার বার্তা—নির্বাচন নিয়ে গুজব, জল্পনা বা বিভ্রান্তির কোনো সুযোগ নেই। জনগণের ইচ্ছাই হবে নির্বাচন আয়োজন ও বাস্তবায়নের মূল চালিকাশক্তি।