
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার কোদালিয়া এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব গাঁজা বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোদালিয়া যুব সমাজের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে যতদিন না এলাকাটি সম্পূর্ণ মাদকমুক্ত হয়। তাঁরা বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো সমাজ ও জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেয়, তাই এর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
অভিযানে অংশ নেওয়া যুব সমাজ স্থানীয় মুরুব্বিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গতকাল তাঁদের সক্রিয় সহযোগিতা ও সাহসী উদ্যোগের কারণেই এ সাফল্য এসেছে। বুড়িচং থানা পুলিশ উদ্ধার করা গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।