
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
গত দুই মাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রায় ২৫ নেতাকর্মী পদত্যাগ করেছেন। এ সময়ে একাধিক কমিটি স্থগিত করা হয়েছে। দলের কেন্দ্রীয় একাংশের নেতারা মনে করছেন, যাচাই-বাছাই ছাড়া কমিটি গঠনের সিদ্ধান্তই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী।
এনসিপি সূত্রে জানা গেছে, দলীয় নিবন্ধন প্রক্রিয়া চালু করার মধ্য দিয়ে গত ১ জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠন করা হয়। এরপর জেলা ও উপজেলা পর্যায়ে ৩৩টি জেলা এবং প্রায় ২০০টি উপজেলায় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই অনিয়ম, আওয়ামী লীগ ও বিএনপি পরিবারের সদস্যদের পদায়ন নিয়ে নানা অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক নেতা ফেসবুকে স্ট্যাটাস বা সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন। শুধুমাত্র সিলেট জেলা থেকেই ৯ জন নেতা পদত্যাগ করেছেন।
মাদারীপুরের শিবচর উপজেলা সমন্বয় কমিটি থেকে ৯ আগস্ট চারজন নেতা পদত্যাগ করেন। শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, “শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে দেওয়া হয়েছে। এতে প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা মর্যাদা ও সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।”
ফরিদপুরের সমন্বয় কমিটির সদস্য মো. রুবেল মিয়া (হৃদয়) ১০ আগস্ট পদত্যাগ করেন। তিনি বলেন, দলের কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়ম তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি হতাশ ও বিচলিত।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) ৮ আগস্ট পদত্যাগ করেন। তিনি জানান, কমিটি ঘোষণার আগে তাকে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষপর্যন্ত যুগ্ম সমন্বয়কারীর পদে রাখা হয়েছে। এছাড়া সরীয়তপুর ও ডামুড্যা উপজেলা কমিটি থেকে দুই নেতা পদত্যাগ করেন।
ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেন দুই নেতা, যারা বিএনপি পরিবারের সদস্য। এছাড়া মতলব দক্ষিণ, বাগমারা এবং অন্যান্য কমিটি থেকেও একাধিক নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে।
এনসিপির শৃঙ্খলা কমিটি পদত্যাগের বিষয়গুলো তদন্ত করছে। যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল-আমিন কালবেলা বলেন, “অভিযোগ পেলে শোকজ দিয়ে যাচাই-বাছাই করা হয়। এরপর প্রয়োজন অনুযায়ী সতর্কবার্তা, কমিটি বাতিল বা বহিষ্কারের সুপারিশ দেওয়া হয়।”
সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ কালবেলা বলেন, “পদত্যাগের বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে, এবার দেশব্যাপী সংগঠন গোছাতে আরও বেশি মনোযোগী হবো।”