বাকশীমুল ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ১৬ আগস্ট

কালিকাপুর বাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাহামুদুল হাসান কালাম বুড়িচং (কুমিল্লা):

আগামী ১৬ আগস্ট শনিবার বাকশীমুল ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার  বিকেলে কালিকাপুর বাজারে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ আসাদুজ্জামান মনির। তিনি তাঁর বক্তব্যে দলের ঐক্য, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় যুবদলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশীমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদল নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।