মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।
ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে ক্ষতির বদলে লাভ বয়ে এনেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল। তিনি বলেন, এই পদক্ষেপে মালদ্বীপ ইসলামী উম্মাহর কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে এবং আরবসহ বিভিন্ন মুসলিম দেশ থেকে পর্যটকের সংখ্যা বেড়েছে।
পিএনসি সংসদ সদস্য হোসনি মোবারকের প্রশ্নের জবাবে খলিল জানান, গাজা ইস্যুতে মালদ্বীপের অবস্থান আন্তর্জাতিক মহলে সমর্থন পেয়েছে। পর্যটনমন্ত্রী তারিক ইব্রাহিমও নিশ্চিত করেছেন যে নিষেধাজ্ঞা পর্যটকের সংখ্যা কমায়নি, বরং বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধের সিদ্ধান্তে সংসদে বিল পাস হতে ১১ মাস সময় লেগেছে। এমপি মোহাম্মদ ইসমাইল বলেন, এটি বিলম্ব নয়; বরং গবেষণা, আলোচনা ও জনমত যাচাই করে আইনটি প্রণয়ন করা হয়েছে।
সরকারের দাবি, এই পদক্ষেপে মালদ্বীপ শুধু মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।