কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নছরকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৩ বছর ইমামতির পর বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করায় রবিবার (১০ আগস্ট) মসজিদ প্রাঙ্গণে এ ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শামসুল আলম। এছাড়া কমিটির সদস্য ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইমামের হাতে ৫ লাখ ২৮ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে ফুলের মালা ও ফুলসজ্জিত গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় নারী-পুরুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
৭০ বছর বয়সী ইমাম আবু নছর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। ১৯৯২ সাল থেকে টানা ৩৩ বছর তিনি মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন।
সভাপতির বক্তব্যে মো. শামসুল আলম বলেন, “ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, সমাজকে সঠিক পথে পরিচালিত করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এ সম্মাননা প্রদান করেছি।”
বিদায়বেলায় আবেগমাখা কণ্ঠে ইমাম আবু নছর বলেন, “জীবনের বড় একটি অংশ এখানে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এ সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”
স্থানীয়রা জানান, এর আগে কোনো ইমামকে এভাবে বিদায় দেওয়া হয়নি। তার গাড়ির পেছনে যুবকদের মোটরসাইকেল শোভাযাত্রা এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষের বিদায় জানানো ছিল এক আবেগঘন দৃশ্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা ফয়েজ আহাম্মদ।
এতে আরও উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ সাদী, সাধারণ সম্পাদক মো. ফুল মিয়া সরকার, ইউপি সদস্য মিঠু মিয়া, মুস্তাফিজুর রহমান সিকদার, জামাল মাস্টার, ফখরুল সরকার, আমিনুল ইসলাম লিটন, মোসলেম সর্দার, সুজন সিকদার, মিয়া মোহাম্মদ রায়হান, এমদাদুল হক ইমন, টিটু মিয়া, মিয়া মোহাম্মদ টিটু, মিয়া মোহাম্মদ শাহজাহান, মিয়া মোহাম্মদ শাহাদাত, মিয়া মোহাম্মদ সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।