মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে প্রবাসী নেতৃবৃন্দকে স্থানীয় জেলা ও উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মালদ্বীপ শাখার প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহজী।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন—প্রবাসে অবস্থানরত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ জন্মভূমির উপজেলা কমিটিতে যুক্ত হলে সরাসরি সাংগঠনিক ও অর্থনৈতিক সহযোগিতা দিতে পারবেন। এতে প্রতিটি জেলা-উপজেলায় শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা দ্রুত মাঠপর্যায়ে পৌঁছাবে।
খলিলুর রহমান শাহজী বলেন, “আমরা প্রবাসীরা শুধু দূরত্বে আছি, মনে-প্রাণে আমরা দেশের মাটিতেই আছি। দেশের জন্য আমাদের শ্রম, ত্যাগ ও ভালোবাসা স্থানীয় রাজনীতির অগ্রযাত্রায় কাজে লাগুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীরা একসঙ্গে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তার এই ফেসবুক পোস্ট ইতোমধ্যেই বহু প্রবাসী নেতাকর্মীর মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই পোস্টটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন। একজন প্রবাসী নেতা মন্তব্য করেন, “সময়ের উপযোগী পোস্ট।” তবে আরেকজন লিখেছেন, “ওয়ার্ড কমিটিতে স্থান পায় না, আর আপনি উপজেলার কথা বলেন!”
এএনবিটোয়েন্টিফোর ডট নেট / মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।