বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও বিএনপির প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জনগণের ভোটাধিকার ও জবাবদিহিমূলক নির্বাচনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই করে যাচ্ছেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ ও মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং রাতেই ভোট সম্পন্ন ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে।
তিনি আশ্বাস দেন, আগামী নির্বাচনে বিএনপি এমন ব্যবস্থা করবে যাতে ভোটাররা ভয় ছাড়াই ভোট দিতে পারেন এবং দেশ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক নির্বাচন পায়। একইসঙ্গে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।
জনসংযোগকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া,২নং বাকশীমুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ওমর ফারুক। সাবেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক জি এস দিদারুল আলম ভূইয়া, যুবদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ বাবুল, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভূইয়া, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জয়নাল হোসেন হাজারী, বিএনপি নেতা মো. আবুল হক মাস্টার, বিএনপি নেতা মো. নাজমুল হাসান, প্রবাসী মো. আবু কাউছার, বাকশীমূল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদুল ইসলাম, ছাত্রদল নেতা জাকির হোসেন, গাজী ইস্রাফিল ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতারা
এছাড়াও দিনব্যাপী জনসংযোগে ব্রাহ্মণপাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।