গত ৬ আগস্ট ওমান প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের সাত সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে শনিবার পশ্চিম চৌপল্লীতে যান দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুরের ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চৌপল্লীর কাশারি বাড়িতে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহসের সাথে এই শোক সহ্য করার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। তারা জানান, দলের পক্ষ থেকে নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।