
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিম পাড়া শাহ্ সালাম জামে মসজিদের দীর্ঘ ছয়-সাত বছরের পুরনো সমস্যা সমাধান, মসজিদের নাম সংস্কার এবং নানামুখী উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্নের পর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছর—১১ আগস্ট ২০২৫ থেকে ১০ আগস্ট ২০২৭ পর্যন্ত—এই কমিটি মসজিদের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমের দায়িত্ব পালন করবে।
নাম সংস্কার ও পরিচালনা পর্ষদ প্রস্তুত কমিটির সভাপতি ফজলু রহমান মেম্বার, সদস্য সচিব ডা. গাজী মোঃ আরিফুল ইসলাম ভিলীয়া, মুফতি কাজী আবুল বাশার, উপাধ্যক্ষ জাহিদুল্লাহ সাহেবসহ সংশ্লিষ্ট সদস্যরা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে মসজিদের নাম সংস্কার, সংস্কারকাজ এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। তাদের এই উদ্যোগ ও সাফল্য স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন মোঃ বাবুল মিয়া। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ হুমায়ুন কবির ও মোঃ আবদুল মান্নান মাস্টার। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মাহবুব আলম, অর্থ সম্পাদক আশিকুর রহমান সাকিন।
সদস্য হিসেবে রয়েছেন মোঃ আবদু মিয়া, মোহাম্মদ হোসেন (টিএনটি), প্রভাষক মোঃ সালাহ উদ্দিন, মোঃ আলমগীর হোসেন ও মোঃ মহসিন।
নতুন কমিটি আগামী দুই বছরে মসজিদের ঐতিহ্য সংরক্ষণ, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক কর্মকাণ্ড ও অবকাঠামোগত উন্নয়ন সুচারুভাবে পরিচালনার অঙ্গীকার করেছে। স্থানীয় মুসল্লি, যুবসমাজ ও এলাকাবাসী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মসজিদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আনন্দপুর পশ্চিম পাড়া শাহ্ সালাম জামে মসজিদ দীর্ঘদিন ধরে একটি ঐতিহ্যবাহী ইসলামি কেন্দ্র হিসেবে পরিচিত। নতুন কমিটির কার্যকর নেতৃত্বে মসজিদটি ধর্মীয় ও সামাজিক জীবনের প্রাণকেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ ও আধুনিক হয়ে উঠবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।