মোঃ শাহজাহান বাশার | সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা | ৬ আগস্ট ২০২৫, বুধবার
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত Dr. Abdullah Zafer H. Bin Abiyah আজ সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন। তিনি বলেন,“বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক শান্তিরক্ষায়ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।”
অপরদিকে, সেনাবাহিনী প্রধান সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
“সৌদি আরবে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করায় সৌদি সরকারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
সাক্ষাতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং যৌথ মহড়ার বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসবাদ মোকাবিলা ও আন্তর্জাতিক শান্তিরক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের অবস্থান ও ভূমিকার বিষয়েও আলাপ হয়।
সৌদি রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাৎ শুধু একটি প্রথাগত কূটনৈতিক কার্যক্রম নয়, বরং তা বাংলাদেশ-সৌদি সামরিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পর্ব। ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই আশা করছে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।