মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি:
বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় মালদ্বীপের বাংলাদেশ মিশনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরতে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপটসহ এর তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল বাঙালির গণতান্ত্রিক চেতনার প্রতীক। এই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকাও ছিল গৌরবোজ্জ্বল। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে।”
অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট মাসে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও উন্নয়ন কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুল হোসেন, জহিরুল ইসলাম, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিরা
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।