
মানুষ হও নাই, মাহমুদুল হাসান কালাম
যাও তুমি, যাও,
তোমার সাথে আর কোনো কথা নয়।
তোমার চোখে নেই সম্মান,
তোমার মুখে শুধু অবহেলার শব্দগুচ্ছ।
তুমি মানুষ না — মানুষ হও নাই,
তোমার হৃদয়ে নেই কোনো অনুভব।
রিকশা চালায় যে ঘাম ঝরিয়ে,
তারও আছে সম্মান, তারও আছে গর্ব।
কোনো শিক্ষায় যদি শেখায় ছোট করা,
তবে সে শিক্ষা নয় — সেটা এক ধোঁকা।
ডিগ্রির কালি মুছে যায় সময়ের ধুলোয়,
কিন্তু মনুষ্যত্ব রয়ে যায় চিরন্তন আলোয়।
তুমি শিখোনি নম্র হতে,
তুমি জানো না শ্রদ্ধা দিতে।
তাই বলছি, স্পষ্ট করে বলছি —
যাও তুমি, দূরে যাও, নিজের আয়নায় নিজেকে দেখো।
যেখানে তুমি ভাবো তুমি উঁচু,
সেখানেই সবচেয়ে নিচে পড়ে আছো তুমি।
মানুষ হও — আগে মানুষ হও,
তারপর কথা বলো সম্মানের সঙ্গে,
তোমার মতো নয়, মানুষের মতো।