
নাটোর প্রতিনিধিঃ আগামী স্থানীয় নির্বাচনে নাটোরের নলডাঙ্গা পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে,বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাটোরে নলডাঙ্গা পৌরসভার স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যা. ড. মাওঃ মোঃ জিয়াউল হক জিয়া নাম ঘোষণা করেছে।
ড.মোঃ জিয়াউল হক জিয়া নাটোর জেলা জামায়াতের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক,সাবেক নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার জেলা জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংগঠনের সূত্রে জানা যায়,জামায়াতের নির্বাচন পরিচালনা বোর্ড থেকে সারাদেশের সকল পৌরসভার পর্যায়ক্রমে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নাটোরে নলডাঙ্গা পৌরসভার আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
জামায়াতের মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এবং নলডাঙ্গা উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ডঃ অধ্যাপক জিয়াউল হক জিয়া বলেন,সংস্কার শেষ করে দ্রুতই নির্বাচন দাবি করছি। সুষ্ঠু নির্বাচন হলে নাটোরে নলডাঙ্গায়সহ সব গুলো পৌরসভার জামায়াত ভালো করবে। নাটোরে নলডাঙ্গা পৌরসভার জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে,তাহলে জবাবদিহীতা মূলক,ন্যায় ও ইনসাফ ভিত্তিক পরিচালায় সর্বোচ্চ ভূমিকা পালন করবো। তিনি আরো বলেন,নির্বাচিত হলে মেয়র নয় জনগণের সেবক হিসেবে কাজ করবো। উল্লেখ্য,তিনি ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি ৩টি গ্রন্থ প্রনেতা, দেশি বিদেশি বহু জার্নালে ২৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়।