মইনীয়া যুব ফোরাম আবুধাবি সেন্ট্রাল শাখার উদ্যোগে প্রথম হোসাইনী কনফারেন্স ও চন্দ্র বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

মইনীয়া যুব ফোরাম রাজধানী আবুধাবি সেন্ট্রাল শাখার আয়োজনে পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হোসাইনী কনফারেন্স। একইসঙ্গে অনুষ্ঠিত হয় মাইজভান্ডার দরবার শরীফের পূর্ণরূপ দানকারী, ইউছুফ-এ ছানী, হযরত গাউছুল আযম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) -এর পবিত্র চন্দ্র বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল। গত শুক্রবারের এ আয়োজনে আবুধাবির প্রবাসী ভক্ত-অনুরাগীদের উপস্থিতি মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরাম আবুধাবি সেন্ট্রাল শাখার সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন।
প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া আবুধাবি সেন্ট্রাল শাখার সভাপতি মুহাম্মদ ইউনুছ ভান্ডারী এবং
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কমিটির সভাপতি মোহাম্মদ আজিম তালুকদার।
অনুষ্ঠান উদ্বোধন করেন আজমান শাখার সভাপতি আমিনুর রহমান (বাবুল)।

প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন আল আইন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল আমিন আল-কাদেরী। বিশেষ বক্তা ছিলেন রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবদুল নবী মাইজভান্ডারি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফ তালুকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন: মুহাম্মদ জাফর, মোহাম্মদ আবদুল জব্বার, মোহাম্মদ রাজ্জাক চৌধুরী, মোহাম্মদ বখতিয়ার আলম, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ মাহবুবুল আলম তালুকদার, মোহাম্মদ আবুল বশর এবং মোহাম্মদ ইউছুপ খাঁন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দীন,
এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:মোহাম্মদ আবদুল মজিদ, মোহাম্মদ কামাল হোসেন, কাজী শাহাদাত, আরফাত হোসেন, মঈনউদ্দীন, সুমন খান, জিসান, আকিব, কায়ছার, মাহমুদুল হাসান, তুষার ও আকাশ প্রমুখ।

অনুষ্ঠান শেষে পবিত্র দরবার শরীফের আওলাদে গাউছুল আজম, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহসূফি সৈয়দ ডা. দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

পরিশেষে, মিলাদ কিয়াম, জিকির ও দোয়ার মাধ্যমে সমগ্র বিশ্বের শান্তি ও মানবতার কল্যাণ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।