মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপে এক বৃদ্ধা নারীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মালদ্বীপ পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৩:১৫ মিনিটে রাজধানী মালের গালোলহু ওয়ার্ডে অবস্থিত সেন্ট্রাল মার্টের কাছে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো টি-শার্ট পরা এক ব্যক্তি এক বৃদ্ধা মহিলার পিছু নিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কুলদীপ সিং (২৮), যিনি একজন ভারতীয় নাগরিক। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত এখনো চলমান।
মালদ্বীপে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো। প্রায় প্রতিমাসেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এমন অসংখ্য অভিযোগ জমা পড়ছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।