মোহাম্মদ মাহামুদুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান বলেছেন, দেশের ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের পেছনে মূল ভূমিকা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩০ জুলাই) জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে এক নাগরিক সংবর্ধনায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “তারেক রহমানের বুদ্ধিদীপ্ত নির্দেশনায়ই গণঅভ্যুত্থান সফল হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ। এ জন্য ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।”
তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন প্রচেষ্টায় বিশেষ অবদানের জন্য খলিলুর রহমানকে এই সংবর্ধনা প্রদান করা হয়। জামিরন নেছা টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে ইটাইল ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে খলিলুর রহমান বলেন, “ফ্যাসিস্ট শাসনামল শেষে আমরা যে বাংলাদেশ পেয়েছি, তা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” তিনি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আসন্ন নির্বাচনে তাকে এমপি হিসেবে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন। সঞ্চালনা করেন ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রানাগাছা ইউনিয়ন বিএনপি সভাপতি পন্ডিত মিয়া, মোহসীনুল হক বাদশা, যুবদল নেতা সোহেল রানা, চাঁন মিয়া মেম্বার এবং কামরুজ্জামান আশিক প্রমুখ।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।