কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে

মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম। 

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে শিক্ষাদান প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৩টিতে এবং ব্রাহ্মণপাড়ার ১০৮টির মধ্যে ৫৬টিতে প্রধান শিক্ষক নেই। শুধু তা-ই নয়, বুড়িচংয়ে ৩২টি ও ব্রাহ্মণপাড়ায় ২১টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।

 

এ ছাড়া, বুড়িচংয়ের কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদসংক্রান্ত মামলা চলমান রয়েছে। বিদ্যালয়গুলো হলো বাজেবাহেরচর, বাহিড়ীপাড়া, হাসনাবাদ, পাইকোঠা, রাজাপুর পূর্বপাড়া লালমিয়া, নামতলা ও পরিহলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

অন্য দিকে নতুন পদ সৃষ্টি হলেও এখনো নিয়োগ না হওয়ায় শূন্য রয়েছে—ইছাপুরা-২, উত্তর পশ্চিম গোবিন্দপুর, বাকশীমুল উত্তরপাড়া, উত্তর জরুইন ও বুড়িচং হাজী ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শিক্ষার মান নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি কামরুল হাসান বলেন, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হয়। একজন প্রধান শিক্ষক শুধু ক্লাসই নেন না, তিনি সহকারী শিক্ষকদের তদারকির পাশাপাশি দাপ্তরিক কাজও পরিচালনা করেন। সহকারী শিক্ষক দিয়ে ওই দায়িত্ব পালন করালে উভয় ক্ষেত্রেই সমস্যা হয়।

 

ব্রাহ্মণপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, ‘শূন্য পদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে সংকট নিরসন হবে।’

বুড়িচং উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার বলেন, চাহিদাপত্র পাঠানো হয়েছে। নতুন নিয়োগ হলে সংকট কেটে যাবে।

 

প্রকাশকঃএম এইচ, কে,নিউজ এডিটর, কালাম , উপদেষ্টা সম্পাদক,জাহাঙ্গীর আলম জাবির, ব্যবস্থাপনা সম্পাদকঃনির্বাহী সম্পাদকঃ বার্তা সম্পাদকঃ সাইদুর রহমান মিন্টু এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি anb24.net is one of the most popular Bangla News publishers. It is the fastest-growing Bangla news media that providesective news within the accurate and obj shortest poassible time.anb24.net intends to cover its reach throughout every district of the country, also global news of every segment such as politics, economics, sports, entertainment, education, information and technology, features, lifestyle, and columns anbnewsbd@gmail.com /mahamudulbd7@gmail.com mahamudul@anb24.net