
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য কমিশনের সাথে আমরা ১২টি বিষয়ে সংস্কারে একমত হয়েছি। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌছতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, পিআর সিস্টেম দেশের মানুষ বোঝেইনা। ইভিএমে ভোট দিতে পারেনা যারা তারা এই সিস্টেম কিভাবে বুঝবে। কিছু রাজনৈতিক দলও সেটাই চাচ্ছে।
তিনি আরও বলেন, লন্ডন বৈঠকে যে সময়ে নির্বাচনের কথা বলা হয়েছে সেই সময়ে নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান।