ভেলানা বিমানবন্দরের উদ্বোধনী আতশবাজিতে রেকর্ডের ঝলক
দক্ষিণ এশিয়ার পর্যটন স্বর্গ মালদ্বীপ আবারও বিশ্বমঞ্চে নিজের অবস্থান দৃঢ়ভাবে জানান দিল। সম্প্রতি ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধনে এক বিশাল আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে মালদ্বীপ গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
শনিবার রাতে রাজধানী মালেতে অবস্থিত ভেলানা বিমানবন্দরের আকাশ আলোকিত হয়ে ওঠে চোখ ধাঁধানো রঙিন আলোর ঝলকে। এই আতশবাজি প্রদর্শনী ছিল মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে বড়, এবং বিশ্বের দীর্ঘতম সমন্বিত রাতের আতশবাজি প্রদর্শনীর অন্যতম। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে এই কীর্তি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
প্রায় ১০ মিনিটব্যাপী এই প্রদর্শনীতে ব্যবহৃত হয় কয়েক হাজার আতশবাজি, যেগুলো মালদ্বীপের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। নতুন টার্মিনালটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশটি বছরে ৭০ লাখ যাত্রী গ্রহণে সক্ষম হবে, যা পর্যটন খাতে মালদ্বীপকে আরও এগিয়ে নিয়ে যাবে।
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুহাম্মদ মুয়িজ্জু অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন,
> “এটি শুধু একটি বিমানবন্দর টার্মিনালের উদ্বোধন নয়, বরং মালদ্বীপের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা।”
গিনেস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়,
> “আতশবাজির সৌন্দর্য যেমন অভূতপূর্ব ছিল, তেমনি এর কারিগরি নিখুঁততা ও পরিবেশের প্রতি যত্নশীল ব্যবস্থাপনা রেকর্ড স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
এই নজরকাড়া আয়োজনের মাধ্যমে মালদ্বীপ আন্তর্জাতিক মহলে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। রেকর্ড তো হলোই, পাশাপাশি দেশটির পর্যটন ও অর্থনীতির জন্যও এটি এক বিশাল ইতিবাচক বার্তা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।