
মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
| ঢাকা | ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার
অবৈধ গ্যাস সংযোগ রোধে দেশব্যাপী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ২৮ জুলাই সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা মনিজা খাতুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সোনারগাঁওয়ের বেইলর ও নয়াপুর এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে চারটি স্পটে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে আনুমানিক ৬.৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ২ হাজার আবাসিক বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২১৫ ফিট ২” ডায়া, ৫০ ফিট ১.৫” ডায়া ও ৭০ ফিট ১.২৫” ডায়া বিশিষ্ট এমএস পাইপ অপসারণ ও জব্দ করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ প্লাস্টিক পাইপ ধ্বংস করে ফেলা হয়। উৎস পয়েন্ট থেকে অবৈধ বিতরণ ও সার্ভিস লাইনসমূহ কেটে ক্যাপিং ও কিলিং করা হয়, যাতে ভবিষ্যতে পুনরায় সংযোগ দেওয়া না যায়।
একই দিনে, তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জের সমন্বয়ে একটি বিশেষ দল সকাল ৬টা থেকে মুন্সীগঞ্জ ও মেঘনাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি কারখানায় অভিযান ও পর্যবেক্ষণের বিবরণ:
-
আপন বোর্ড মিলস (৩৭০-০০০০২৯): হাউস লাইনে অতিরিক্ত পোর্ট সংযুক্ত পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেগুলো কেটে কিলিং এবং ওয়েল্ডিং করা হয়।
-
স্টার ফিশিং অ্যান্ড টুয়াইন ফ্যাক্টরি (৮৭০-০০০০৪৬): অতিরিক্ত পাইপলাইন সংযোগ শনাক্ত করে তা কেটে ওয়েল্ডিং করে স্থায়ীভাবে বন্ধ করা হয়।
-
আইডিয়াল টেক্সটাইল মিলস লিঃ (৩৭০-০০০০০৯): হাউস লাইনে অতিরিক্ত গ্যাস পোর্ট চিহ্নিত করে ওয়েল্ডিং করে বন্ধ করে দেওয়া হয়।
-
এভারেস্ট পাওয়ার জেনারেশন লিঃ: পরিদর্শনকালে কোনো অনিয়ম পাওয়া যায়নি।
-
মেসার্স তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ লিঃ: পূর্বে বিচ্ছিন্ন গ্রাহক হিসেবে তালিকাভুক্ত, তবে পুনরায় সংযোগ নেওয়ার সন্দেহে পরিদর্শনের চেষ্টা করা হলে গ্রাহক প্রতিনিধি কর্তৃক বাধা দেওয়ায় ভেতরে প্রবেশ সম্ভব হয়নি।
তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোঃ আল আমিন বলেন, “অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও বিচ্ছিন্ন করার জন্য আমাদের নিয়মিত অভিযান চলছে। যেকোনো অনিয়ম প্রতিরোধে আমরা কঠোর এবং নিরপেক্ষ অবস্থানে রয়েছি। জনসাধারণকে বৈধ সংযোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো রকম রাজনৈতিক বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবৈধ গ্যাস সংযোগ কেবল রাষ্ট্রীয় সম্পদের অপচয় নয়, একই সঙ্গে এটি জননিরাপত্তার জন্য হুমকি। তিতাস গ্যাসের এই ধরনের অভিযান সাধারণ জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে বৈধ পথে আসতে উদ্বুদ্ধ করবে বলেই সংশ্লিষ্ট মহলের আশা।