
🎭 আদর্শের মুখোশ 🎭কালাম।
কিসের আদর্শ বলেন ভাই,
নেতৃত্ব তো আজ নিলামে যায়।
টাকার ঝনঝন শব্দ শুনলেই,
ভোট পড়ে, নেতা ওঠে সোনার সিংহাসনে ভাই!
আদর্শ? সে তো কাগুজে বুলি,
পেছনে বসে দালাল, সামনে হুলি।
ভোট মানে এখন প্যাকেট আর চা,
গরিবের স্বপ্ন বিকোয় টাকার সিঁড়ায় হা-হা-হা!
নেতা নামের কালোবাজারি,
জনতার রক্তে গড়ছে ভারী।
বুক ফুলিয়ে বলে “আমি দেশপ্রেমিক”,
আসলে সে তো দুর্নীতির কারিগর, রাজনীতির জাদুকর –
ভোটারকে বানায় বোকা ও পাগলিক!
আদর্শ নেই, নীতি নেই, শুধুই নাটক,
জনগণ পড়ে আছে ধোঁকার ফাঁদে হঠাৎ।
কিন্তু মনে রেখো, একদিন জাগবে পথহারা জনতা,
ভোট নয়, দেবে তখন হিসাবের খাতা!