মোঃ শাহজাহান বশার ,স্টাফ রিপোর্টার
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও গ্যাসের অপব্যবহার প্রতিরোধে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২৭ জুলাই (রবিবার) ২০২৫ তারিখে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং ঢাকার সাভারে পৃথক অভিযান পরিচালনা করে সংস্থাটি। অভিযানকালে শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, বিপুল পরিমাণ পাইপ ও যন্ত্রাংশ জব্দ এবং অর্থদণ্ড আরোপ করা হয়।
তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিস-মুন্সীগঞ্জের আওতায় পশ্চিম মুক্তারপুর এলাকায় ৫টি স্পটে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈকত রায়হান। অভিযান চলাকালে আনুমানিক ২.৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ২৫০টি আবাসিক বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৩/৪" ব্যাসের আনুমানিক ২০০ ফুট বিতরণ লাইন এবং ২৫০ ফুট সার্ভিস লাইন অপসারণ ও জব্দ করা হয়।
অভিযানকালীন সময়ে অবৈধ বিতরণ ও সার্ভিস লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে ক্যাপিং/কিলিং করে গ্যাস প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ৩ জন গ্রাহককে সর্বমোট ২০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অনুমোদনবহির্ভূত অতিরিক্ত চুলার জন্য ২টি এবং বকেয়ার কারণে ৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
একই দিনে, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলায় ২টি স্পটে অভিযান পরিচালিত হয়। প্রথম স্পটে নিউ আল মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির ৩/৪" ব্যাসের একটি সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিককে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় স্পটে ডহরগাঁও এলাকায় আনুমানিক ৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে থাকা প্রায় ৭০০টি বাড়ির ২,০০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে ১৭০ ফুট বিভিন্ন ব্যাসের পাইপ অপসারণ করা হয়, সঙ্গে জব্দ করা হয় ১টি স্টার বার্নার, ২টি ইন্সপ্রেটর বার্নার এবং ১টি প্যাকেজ বার্নার। প্রতিটি লাইনের সোর্স পয়েন্ট থেকে গ্যাস সংযোগ কিলিং/ক্যাপিং করা হয়।
তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ – সাভার একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডিইপিজেড এলাকায় অবস্থিত মেসার্স রিং শাইন টেক্সটাইল লিমিটেড-এর (গ্রাহক সংকেত নং-৩৩৮/৮৩৮-০০০২৩০) উভয় রানের RMS সংযোগ বিচ্ছিন্ন করে। প্রতিষ্ঠানটির গ্যাস বিল বকেয়া থাকায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে, গ্যাসের অবৈধ ব্যবহার ও অপচয় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবৈধ সংযোগ, বকেয়া গ্রাহক এবং অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি বলেন, “দেশের গ্যাস সম্পদের সুষ্ঠু ব্যবহার, সেবার মান উন্নয়ন এবং সরকারি রাজস্ব রক্ষায় তিতাস গ্যাস সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে। সাধারণ গ্রাহকদের উচিত বৈধ উপায়ে গ্যাস ব্যবহার করা ও সময়মতো বিল পরিশোধ করা।”
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।