মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
মেহমানে আ'লা হিসেবে উপস্থিত ছিলেন:-
আওলাদে রাসুল (ﷺ), নবী বংশের ৩২তম নূরানী আওলাদ মইনীয়া যুব ফোরামের সম্মানিত সভাপতি শাহ্জাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআ)। তারিখ:- ২৬শে জুলাই ২০২৫ইং, রোজ: শনিবার স্থান:- কেন্দ্রীয় খানকাহ শরীফ, গর্জনখোলা, কুমিল্লায় অনুষ্ঠিত হয়৷
মইনীয়া যুব ফোরামের সম্মানিত সভাপতি মহোদয় সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী বলেন,, মইনীয়া যুব ফোরাম সামাজিক মানবিক কাজে সব সময় নিজেদের কে নিয়োজিত রাখবে। সকলে সকল গ্রাম থানা সকল পর্যায়ে যুব ফোরাম কে শক্তিশালী করার আহ্বান। আশেক ভক্ত গণকে আগামী ২রা ভাদ্র সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারি ওরশ শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি এর দাওয়াত দেন। পরিশেষে সকল যুব ফোরামের প্রতি শান্তির বার্তা দেন। দেশ জাতি সমাজ নিয়ে যুব ফোরাম এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন,, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় মহাসচিব শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন আল্-মাইজভান্ডারী।
আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের খলিফা ড. জাহাঙ্গীর আলম মাইজভান্ডারী, খলিফা আবুল কালাম আজাদ মাইজভান্ডারী, খলিফা আক্তারুজ্জামান মাইজভান্ডারী, মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাধকপুরী, খলিফা কামরুজ্জামান হারুন মাইজভান্ডারী, খলিফা শাহ্ মোহাম্মদ ইকবাল কবির মাইজভান্ডারী সহ আরো অনেকে খলিফায়ে দরবারে মাইজভান্ডারী গণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেন রুবেল মাইজভান্ডারী, সহ কেন্দ্রীয় পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় মইনীয়া যুব ফোরাম কুমিল্লা জেলা ও কুমিল্লা মহানগর এর কমিটি ঘোষণা করেন শাহ্জাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভান্ডারী। নব-গঠিত কমিটি কে মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন।
সর্বশেষে জিকির, মিলাদ কিয়াম সালাম এ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্ব শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন,, আওলাদে গাউছুল আযম শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভান্ডারী।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।