নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য কঠোর নীতিমালা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময় ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, শুধুমাত্র বৈধ কার্ডধারী সাংবাদিকরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে প্রবেশের পরপরই প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিষেধাজ্ঞা এসেছে তা হলো — গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি একসঙ্গে দুইটির বেশি মিডিয়া প্রতিনিধি একসাথে ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং তারা সর্বোচ্চ ১০ মিনিট অবস্থান করতে পারবেন।
এছাড়া, ভোটকক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না, লাইভ সম্প্রচার করা যাবে না, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যারা লাইভ সম্প্রচার করতে চান, তারা ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে থেকে তা করতে পারবেন।
ভোট গণনার সময় সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন এবং ছবি তুলতে পারবেন, তবে তখনও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ থাকবে।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, “এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে যেন ভোটারদের গোপনীয়তা বজায় থাকে এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয়।”
সাংবাদিকদের এই নির্দেশনা মানতে বলা হয়েছে পেশাগত দায়িত্ব ও নৈতিকতার অংশ হিসেবেই।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।