নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় চৌদ্দগ্রাম প্রেসক্লাব রেজিঃ নং ৪০০ সাধারণ সম্পাদক আবুল কালাম মজুমদার কে গত ২৩ই জুলাই রাত প্রায় ১০ টা অপহরণের চেষ্টা করে।
এই নিয়ে গতকাল রাতে আবুল কালাম মজুমদার চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ পড়ে জানা যায় ঘটনার সময় চৌদ্দগ্রাম বিজয়করা শাহাজান মার্কেট নামক স্থানে অন্দ্বকারে কয়েকজন এসে গাড়ির গতিরোধ করে তারপর অভিযুক্ত আসামি জাকারিয়া রাসেল লাঠিশোটা দিয়ে গাড়ি ভাংচুর করেন এবং আতংক সৃষ্টি করেন।
পরবর্তী তে রকি চৌধুরী নামে একজন টেনে ব্যবহারকৃত ট্রেচারে দিয়ে মারধর করেন অভিযোগকারী সাংবাদিক আবুল কালাম মজুমদার গত ২০২২ সালের ৩১শে ডিসেম্বর ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়ে আহত হয়ে ঢাকা পংগু হাসপাতালে অপারেশন করে চিকিৎসাধীন যিনি বর্তমান স্বাভাবিক চলাচলে অক্ষম, হাঁটা-চলা করতে ট্রেচারে সহায়তা নিতে হয়। বর্তমানে সাংবাদিক আবুল কালাম মজুমদারের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করতে হবে।
৩নং অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন যিনি লালমাই উপজেলা বাগমারা বাজারের ব্যবসায়ী যিনি এই মামলার অন্যতম যিনি অর্থের যোগানদাতা অভিযোগ পড়ে জানা যায় ভিডিও করে ভাইরাল করে অসম্মানিত করার চেষ্টা করেন।
এই অপহরণের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় অভিযোগকারী সাংবাদিকতার শুরু থেকে বিভিন্ন অপরাধ অপকর্ম, চাঁদাবাজি, মব, চোরাচালান, মাদকের বিরুদ্ধে কাজ করে আসছেন এসব কারণে অনেক দিন থেকে আলোচনায়।
দেখা যায় বিভিন্ন সময় সোস্যাল মিডিয়া ফেসবুকে অভিযুক্ত ব্যাক্তিদের সাথে তর্ক বির্তক চলে আসছে।
এইদিন রাতে সোস্যাল মিডিয়া ফেসবুকে অভিযুক্তরা যৌথ ভাবে ভিডিও টি ফেসবুকে পোস্ট করলে সারা বাংলাদেশে এটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রচারিত ভিডিও তে ১নং অভিযুক্ত জাকারিয়া রাসেলের স্পষ্ট বক্তব্য বলে স্থানীয় সূত্রে জানা যায়। কাউকে জিম্মি করে বক্তব্য দিতে বাধ্য করে সোস্যাল মিডিয়া প্রচার যাহা ডিজিটাল নিরাপদ আইন বা সাইবার ক্রাইম আইনের পরিপন্থী।
এই নিয়ে মামলার বাদী আবুল কালাম মজুমদার বলেন এঁরা দীর্ঘদিন থেকে আমাকে সোস্যাল মিডিয়া ফেসবুকে আক্রমণ করে আচরণ করে আসছেন। প্রয়োজনে নিয়মিত এজাহার করতে বাধ্য হব।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন বলেন আমি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।