মালদ্বীপ প্রতিনিধি।
মালদ্বীপের রাজধানী মালে-তে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে গতকাল সন্ধ্যায় টাস্ক ফোর্সের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মালদ্বীপ সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে টানা অভিযান চলছে। অভিযানের সময় অনেক অভিবাসী আতঙ্কে বিভিন্ন স্থানে পালিয়ে যান।
এদিকে প্রবাসীদের একাংশ অভিযোগ করছেন, কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের বক্তব্য, "আমরা অনেক টাকা খরচ করে বৈধ কাগজপত্র তৈরি করেছি। কিন্তু তারপরও শুধু কর্মস্থল পরিবর্তনের অজুহাতে আমাদের আটক করা হচ্ছে।"
তারা আরও বলেন, "সরকার যদি নির্দিষ্ট এজেন্সির নামের বাইরে অন্য স্থানে কাজ করতে না দেয়, তাহলে সেই এজেন্সিগুলোকে ভিসার সুযোগ দেওয়া হয় কেনো?"
প্রবাসীদের দাবি, বাংলাদেশ সরকারের উচিত মালদ্বীপের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি করা—যাতে বৈধ কাগজপত্র থাকলেই অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত হয়, তারা কোথায় কাজ করছেন সেটি ভিত্তি করে নয়।
👉 অভিবাসীদের পক্ষ থেকে মানবিক আচরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র নবায়নের পর্যাপ্ত সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, সবার জন্য একটি নিরাপদ ও মর্যাদাসম্পন্ন জীবনের নিশ্চয়তা প্রদান করা এখন সময়ের দাবি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।