মালদ্বীপে ডলারের দাম লাগামছাড়া:প্রতিদিন সকালে অবস্থান কর্মসূচিতে বিরোধীদল এমডিপি
মালদ্বীপ প্রতিনিধি,
মালদ্বীপে ডলারের বিপরীতে রুফিয়ার মান চরমভাবে পতিত হওয়ায় বাজারে ডলারের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। কালোবাজারে বর্তমানে প্রতি ডলার বিক্রি হচ্ছে ২০.১৫ রুফিয়ায়, যেখানে সরকারি ব্যাংক রেট এখনো ১৫.৪২ রুফিয়া। ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ সংকট থাকায় ব্যবসায়ী ও সাধারণ জনগণ বাধ্য হয়ে কালোবাজারের ওপর নির্ভর করছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানিয়েছে, ডলার ব্যবসায়ীরা প্রায় ৫ রুফিয়া বেশি দামে ডলার বিক্রি করছেন, যা বাজারে নিত্যপণ্যের দামে আগুন লাগিয়ে দিয়েছে। আমদানি-নির্ভর অর্থনীতির কারণে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। ব্যবসায়ীরা আমদানির জন্য এখন অধিক দামে কালোবাজার থেকে ডলার কিনতে বাধ্য হচ্ছেন।
অর্থনীতিবিদদের মতে, আয় ও মজুরি বাড়ানো ছাড়া এই সংকট দীর্ঘমেয়াদে মানুষের জীবনযাত্রার মান এবং ব্যবসা-বাণিজ্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে।
রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু গত এপ্রিলে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ২০২৭ সালের মধ্যে ডলারের মূল্য নিয়ন্ত্রণে আনা হবে। তবে বাস্তবতা হলো—ডলারের মূল্য প্রতিনিয়ত বাড়ছে।
এই পরিস্থিতিতে বিরোধীদল এমডিপি (মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি) প্রতিবাদে নেমেছে। তারা মালদ্বীপ মানিটারি অথরিটি (MMA)-এর গভর্নর আহমেদ মুনাওয়ারের সঙ্গে বৈঠকের জন্য চিঠি দিলেও কোনো সাড়া পাননি।
ফলে এমডিপি সংসদ সদস্যরা গতকাল MMA অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন এবং ঘোষণা দিয়েছেন—যতদিন না গভর্নর তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, ততদিন প্রতিদিন সকাল ১১টায় সেখানে তারা অবস্থান চালিয়ে যাবেন।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে মালদ্বীপের সামগ্রিক অর্থনীতি ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।