স্টাফ রিপোর্টার, মোঃ শাহজাহান বাশার
দেশজুড়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। সম্প্রতি নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত অভিযানে একাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা ও চুন কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে গত ২১ জুলাই ২০২৫ (সোমবার) একাধিক জেলা ও উপজেলার বিভিন্ন স্পটে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
নারায়ণগঞ্জের কুড়িপাড়া, মদনপুর, বন্দর এলাকায় পরিচালিত অভিযানে একটি অবৈধ চুন ফ্যাক্টরির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ কারখানাটি পাঁচটি চুল্লি (ভাট্টি) বিশিষ্ট ছিল। অভিযানে প্রায় ৫৭ ফুট পাইপলাইন, দুটি ২ ইঞ্চি ভাল্ব, দুটি ২ ইঞ্চি সার্ভিস টি, তিনটি বার্নার এবং ১৫টি বেলচা অপসারণ ও জব্দ করা হয়।
কারখানা মালিক ঘটনাস্থলে না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা বা শাস্তি প্রদান সম্ভব হয়নি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশে কারখানা ও জায়গার মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে আঞ্চলিক লিগ্যাল বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও এক্সক্যাভেটর দিয়ে কারখানাটি ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় চুন নিঃশেষ করা হয়।
একই এলাকায় মদনপুর থেকে আকিজ সিমেন্টগামী ৮"x১৪০ পিএসআইজি বিতরণ লাইনে অবৈধভাবে যুক্ত ২ ইঞ্চি সংযোগ লাইনও বিচ্ছিন্ন করে উৎসস্থলে কিলিং করা হয়েছে।
অন্যদিকে, রূপগঞ্জের মাহনা ও টেকাপাড়া এলাকায় পৃথক অভিযানে আনুমানিক ১.৮ কিলোমিটার এলাকার প্রায় ৩৫০টি বাড়ির ৫৫০টি আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩০০ ফুট দীর্ঘ ২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন জব্দ করা হয়।
এছাড়া, রূপগঞ্জের ভুলতা এলাকার বিসমিল্লাহ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন (গ্রাহক সংকেত: ৭৩৭-০০০২২, ৮৩৭-০০০৫০১)–এর গ্যাস বিল বকেয়ার কারণে উভয় রানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিটি লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং করা হয়েছে।
সাভার উপজেলার রাজফুলবাড়ীয়া, দক্ষিণ রামচন্দ্রপুর, তেঁতুলঝোড়া এবং হেমায়েতপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় আলহামদুলিল্লাহ ফ্যাশন হাউজ এবং মেসার্স আল আকসা ওয়াশিং প্ল্যান্ট থেকে। এ সময় ৪৮০ ফুট পাইপলাইন অপসারণ/জব্দ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এ দুটি প্রতিষ্ঠান মাসিক প্রায় ১৩ লাখ ৭৪ হাজার ২৬০ টাকার গ্যাস চুরি করছিল। অভিযানে প্রতিষ্ঠান দুটির ওপর মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের মাধ্যমে জাতীয় সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতি ঠেকাতে এ ধরনের যৌথ অভিযানের মাধ্যমে তিতাস গ্যাসের তৎপরতা অনেকটাই ফলপ্রসূ হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।