মালদ্বীপ প্রতিনিধি,
মালদ্বীপের রাজধানী মালে-তে ২০ জুলাই ২০২৫, শনিবার, দেশটির ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫৭ জন অভিবাসীর বৈধ কাগজপত্র যাচাই করা হয়। দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই শেষে দেখা যায়, তাদের মধ্যে ৯ জন অভিবাসী মালদ্বীপে অবৈধভাবে কর্মরত রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন মহিলা। এদের সকলেই বৈধ কর্মসংস্থান ভিসা বা আবাসন অনুমোদন ছাড়াই কর্মরত ছিলেন। ইমিগ্রেশন আইন ভঙ্গ করায় তাদের আটক করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।
মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, অভিবাসন আইন অনুসারে, অবৈধভাবে অবস্থান ও কর্মরত থাকার অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা মালদ্বীপে অবস্থান করছেন, তাদের বৈধ কাগজপত্র রাখার আহ্বান জানানো হয়েছে।
সরকারি সূত্র মতে, দেশটিতে বৈধ ও নিয়ন্ত্রিত অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে নিয়মিতভাবে রাজধানী ও অন্যান্য দ্বীপে অভিবাসনবিষয়ক অভিযান চালানো হচ্ছে। জননিরাপত্তা এবং শ্রমবাজারের ভারসাম্য রক্ষার্থে এসব অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ৯ জন অভিবাসীর পরিচয় যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে তাদের দেশে ফেরত পাঠানো বা আইনি ব্যবস্থার আওতায় আনার বিষয়টি নির্ধারিত হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।