দুপুর থেকে থমকে আছে গোটা দেশ। আলো ঝলমল ঢাকার বুকে নেমে এসেছে এক রাশ অন্ধকার। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিণত হয়েছে বিভীষিকায়। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
এদিকে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেপাল। ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করেছে দুদল।
দুর্ঘটনায় বাফুফের পক্ষ থেকে দেওয়া শোকবার্তায় বলা হয়েছে, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।
চলমান সাফ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোনো ফাইনাল ম্যাচ নেই। সবাই সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পয়েন্টের শীর্ষে থাকা দল পাবে শিরোপার স্বাদ।
এর আগে ৫ ম্যাচে সবগুলোতেই জয় তুলে নিয়ে বাংলাদেশের পয়েন্ট ১৫। বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ হারায় নেপালের পয়েন্ট ১২। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন স্বাগতিকরা। তবে এই ম্যাচে হারলে শিরোপা যাবে নেপালের ঘরে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।