
মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপের রাজধানী মালে ও হুলহুমালে সংযোগকারী সিনামালে ব্রিজে মাছ ধরার বঁড়শি দ্বারা দুই ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে হুলহুমালেতে যাওয়ার পথে এক ব্যক্তি সাইকেল চালানোর সময় হঠাৎ তার গলায় একটি মাছ ধরার বঁড়শি ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আরেক ব্যক্তি আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
ব্রিজ ও মহাসড়কের বিভিন্ন অংশ, বিশেষ করে সমুদ্র সংলগ্ন এলাকায়, মাছ ধরার সরঞ্জাম—যেমন বঁড়শি ও জলের বোতল—অব্যবস্থাপনায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের মতে, এটি একটি সাধারণ চিত্র হয়ে উঠেছে, যা এখন জননিরাপত্তার হুমকিতে পরিণত হচ্ছে।
ঘটনার পর পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের অনিয়ন্ত্রিত কার্যক্রম সামাজিক উদ্বেগের বিষয় হয়ে উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।